Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে দুই মাদক কারবারির জেল
  • শেখ হাসিনার দ্রুত ফাঁসির দাবিতে যশোরে এনসিপির বিক্ষোভ : মিষ্টি বিতরণ
  • ভাসানীর ৪৯তম প্রয়াণ দিবসে যশোরে আলোচনা সভা
  • যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের কর্মবিরতি
  • যশোরে দুর্ঘটনায় আহত মাকে দেখে হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু
  • শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় : যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  নেতাদের দাবি রায় দ্রুত কার্যকর হোক
  • হিন্দু অধ্যুষিত ভবদহে ‘হিন্দু সম্মেলন’ জামায়াতের, বন্ধু হিসেবে পাশে থাকার আশ্বাস দুই প্রার্থীর
  • ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, নভেম্বর ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাত মাস বেতন-ভাতা বন্ধ থাকায় বিপাকে যশোরের ছয় শতাধিক শিক্ষক-কর্মকর্তা

ঝরে পড়া শিশুদের শিক্ষা প্রকল্প (পিইডিপি-৪)
banglarbhoreBy banglarbhoreআগস্ট ১৭, ২০২৪No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ঝরে পড়া শিশুদের নিয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) ছয় শতাধিক শিক্ষক-কর্মকর্তা গত সাত মাস ধরে বেতন বঞ্চিত রয়েছেন। মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি জেলার ৫৬৬টি শিখনকেন্দ্রে চালু রাখতেও প্রকল্প বাস্তবায়নকারী দিশা সমাজ কল্যাণ সংস্থাকেও হিমসিম খেতে হচ্ছে। এজন্য সংশ্লিষ্টরা দ্রুত অর্থ ছাড় করার জন্য মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে শতভাগ শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) বাস্তবায়ন করা হচ্ছে। (পিইডিপি-৪) এর মূল লক্ষ্য প্রাক প্রাথমিক হতে ৫ম শ্রেণি পর্যন্ত সকল বিদ্যালয়গামী শিশুর একীভূত, সমতাভিত্তিক মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এরই সাব কম্পোনেন্ট ২.৫ এর আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম। যার মূল লক্ষ্য প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছর বয়সী শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয়বার সুযোগ দেওয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূল ধারায় নিয়ে আসা। যশোর জেলায় এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করে দিশা সমাজ কল্যাণ সংস্থা।

দিশা সমাজ কল্যাণ সংস্থা’র কর্মকর্তারা জানান, যশোরের ৮টি উপজেলায় এবং যশোর পৌরসভায় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২১ সালে জেলার ৫৬৬টি শিখনকেন্দ্রে ১৬ হাজার ৯৮৫জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এর মধ্যে ৩ হাজার ৮৯৪ জন শিক্ষার্থীকে মূল ধারায় সংযুক্ত করা হয়েছে এবং বর্তমানে ১৩ হাজার ৯১ জন শিক্ষার্থী ৫ম শ্রেণিতে অধ্যায়ন করছে। প্রকল্পে বর্তমানে ৫৬৬ জন শিক্ষক, ৪২ জন সুপারভাইজার, ১০জন উপজেলা ম্যানেজার ও ১৮জন কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমোট ৬৩৬ জন কর্মরত রয়েছেন।

দিশা সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নকৃত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শিক্ষকদের বেতন, শিখন কেন্দ্রের জন্য ঘর ভাড়া, সুপারভাইজার ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বরাদ্দ সরাসরি ব্যুরো দিয়ে থাকে।

প্রকল্পের যশোর পৌরসভার ম্যানেজার মো. শাহাফুর বখতিয়ার জানান, যশোর পৌরসভায় আমাদের ৬১টি শিখন কেন্দ্র চালু রয়েছে। কেন্দ্রগুলোর শিক্ষক বা সুপারভাইজারগণ একাউন্টপেয়ী চেকের মাধ্যমে গত ডিসেম্বর পর্যন্ত বেতন পেয়েছেন। এরপর আর কোনো অর্থ ছাড় হয়নি। ফলে সংস্থা থেকে শিখন কেন্দ্রের ঘরভাড়াসহ আনুসাঙ্গিক ব্যয় মেটানো হলেও শিক্ষক-কর্মকর্তারা বেতনবঞ্চিত রয়েছেন।

যশোর পৌরসভার শিখন কেন্দ্রের শিক্ষক খালেদা আক্তার বলেন, দীর্ঘ ৭মাস বেতন না পাওয়ার তারা অমানবিক অবস্থার মধ্যে পড়েছেন। আত্মীয় স্বজনরাও আর টাকা ধার দিচ্ছে না; দোকানীও বাকী রাখা টাকার জন্য ধর্ণা দিচ্ছে। খুব কষ্টে সংসার চালাতে হচ্ছে। যশোর পৌরসভার প্রোগাম সুপারভাইজার জেসিয়া নাসরিন বলেন, এই চাকরিই আমার একমাত্র অবলম্বন।

কিন্তু গত ৭মাস বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছি। তবে দিশা সমাজ কল্যাণ সংস্থা শিখন কেন্দ্রসমূহে শিক্ষার্থীদের সরকারের দেওয়া বিনামূল্যে বই, খাতা, স্কুল ব্যাগ, ড্রেস ইত্যাদি সরবরাহ করে পাঠদান অব্যহত রেখেছে বলে জানিয়েছে। প্রকল্পের যশোর পৌরসভার ম্যানেজার মো. শাহাফুর বখতিয়ার আরও জানান, ‘শিখন কেন্দ্রগুলি সরকারের সরবরাহকৃত সকল শিক্ষা উপকরণ দিয়ে যথাযথভাবে চলমান রয়েছে’ বলে সকল উপজেলা নির্বাহী অফিসার আইভিএ (স¦তন্ত্র যাচাই কমিটি) রিপোর্ট প্রদান করেছেন।

যশোর পৌরসভার মোল্লাপাড়া বাঁশতলা শিখনকেন্দ্রের শিক্ষার্থী রাতুল শেখ জানায়, ‘আমরা আগে প্রতি মাসে খাতা পেতাম, এখন দুই মাসে একবার খাতা পাচ্ছি। এতে আমাদের একটু সমস্যা হচ্ছে।’ অপর শিক্ষার্থী রাফিয়া জানায়, ‘আমরা বছরে একবার ড্রইং খাতা ও রং পেন্সিল পাই, ফলে ইচ্ছে মত ছবি আঁকতে পারি না। প্রতি বছর অন্তত ২বার ড্রইং খাতা ও রং পেন্সিল পেলে আমরা ইচ্ছে মত ছবি আঁকতে পারতাম।’ তবে আরেক শিক্ষার্থী মেহেদি হাসান জানায়, কেন্দ্রে অনেকেই উপবৃত্তির টাকা পেলেও আমি উপবৃত্তির টাকা পাইনি।’

এ বিষয়ে জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম বলেন, শুধু সদর উপজেলা নয়, যশোর পৌরসভাসহ জেলার ৮টি উপজেলার এক হাজার ২৯২জন উপবৃত্তি না পাওয়া শিক্ষার্থীর তালিকা উপানুষ্ঠানিক শিক্ষা শিক্ষা ব্যুরোতে প্রেরণ করা হয়েছে এবং সরকারিভাবে তালিকা সংশোধন করা হচ্ছে।

যশোর জেলায় প্রকল্পটির বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত লিড অর্গানাইজেশন দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা জানান, সরকারি বরাদ্দের অর্থ ছাড়ে দীর্ঘসূত্রিতা থাকলে দিশা সমাজ কল্যাণ সংস্থা প্রকল্প নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন করে চলেছে। শিখনকেন্দ্রের সকল শিক্ষা উপকরণ থেকে শুরু করে নিজ খরচে ছাত্রছাত্রীদের গ্রেড পরিবর্তনের পরীক্ষা গ্রহণ করে মূল ধারায় ফিরিয়ে দেয়া হচ্ছে। তাই সুচারু রূপে কার্যক্রমটি সম্পন্নের জন্য দ্রুত অর্থ ছাড় হওয়া প্রয়োজন।

এ ব্যাপারে যশোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস বলেন, বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী যশোর জেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সকল উপজেলায় আইভিএ (স¦তন্ত্র যাচাই কমিটি) রিপোর্ট অনুযায়ী কেন্দ্র চলমান রয়েছে। তবে ডিসেম্বর’২৩ এর পরে আর কোনো অর্থ ছাড় হয়নি। প্রকল্পের সফল সমাপ্তি ও সকল শিক্ষার্থীকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে হলে প্রকল্পটি ৩০জুন-২০২৫ পর্যন্ত চলমান রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

কেশবপুরে দুই মাদক কারবারির জেল

নভেম্বর ১৭, ২০২৫

শেখ হাসিনার দ্রুত ফাঁসির দাবিতে যশোরে এনসিপির বিক্ষোভ : মিষ্টি বিতরণ

নভেম্বর ১৭, ২০২৫

ভাসানীর ৪৯তম প্রয়াণ দিবসে যশোরে আলোচনা সভা

নভেম্বর ১৭, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.