মাগুরা প্রতিনিি
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, সবার সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দেবো। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন। এখানে দুষ্কৃতকারীদের কোনো ছাড় নেই। এদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।
গতকাল দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও পুলিশ সুপার আজিমুল আহসান, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক ও পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, তিন জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ওসিসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
শিরোনাম:
- ঘুসের টাকাসহ দুদকের জালে যশোর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
- যশোরের ৬টি আসনে বিএনপির ৪ প্রার্থীই কোটিপতি
- ত্রিমুখি কারণে হত্যা রানা প্রতাপকে
- যশোরে শৈত্যপ্রবাহে দুর্বিসহ জীবন
- খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের : নার্গিস বেগম
- কুদ্দুস আলী বিশ্বাসের অর্থায়নে মটর শ্রমিকদের মরণোত্তর ভাতা
- লোকালয়ে আসা হরিণ অবমুক্ত করল বন বিভাগ
- চুয়াডাঙ্গায় সার্জেন্টের সাথে দুর্ব্যবহার, গ্রেপ্তার -৩
