বাংলার ভোর প্রতিবেদক
অবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং নতুন পদ সৃজন করা, প্রতিষ্ঠান ও পদের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা, উচ্চশিক্ষার অধিকার প্রদানসহ চার দফা দাবিতে যশোরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ।

রোবাবর প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার কামাল হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দীর্ঘ ৫০ বছর ধরে সুনামের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করে আসছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যৌক্তিক চার দফা দাবি মেনে নেয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই।

তিনি বলেন, ডিপ্লোমা চিকিৎসকদের চলমান যৌক্তিক চার দফা আন্দোলন নিয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে। এছাড়া মহামান্য হাইকোর্টে চলমান একটি মামলার রায়কে প্রভাবিত করার লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিডিএমএ যশোরের সভাপতি ডাক্তার শেখ নজরুল ইসলাম, প্রধান উপদেষ্টা ডাক্তার গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি ডাক্তার আব্দুল মান্নান, ডাক্তার ফিরোজ আহম্মেদ, ডাক্তার সুমন খন্দকার, ডাক্তার আব্দুল হাই, ডাক্তার অচিন্ত্য কুমার, ডাক্তার সনজিত বিশ্বাস, ডাক্তার জুয়েল হোসেন, ডাক্তার তাহাজ্জত হোসেন প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version