কেশবপুর সংবাদদাতা
যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশে কোন মানুষ অভুক্ত থাকবে না। এ দেশের মানুষের জন্য নিরাপদ সুখ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলায় তার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমের ফলে দেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পথে। দেশের মানুষ এখন শেখ হাসিনাকে জাতির উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ভাবে।
শনিবার সকালে মধ্যকুল-রামচন্দ্রপুর ঠাকুরবাড়ী চারের মাথায় হরিহর নদীর উপর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক আলা উদ্দিন আলা, মাস্টার দিপক কুমার, ইমতিয়াজ উদ্দিন, কফিল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার আগে এমপি আজিজুল ইসলাম সেতু নির্মান ফলক উন্মোচনের মাধ্যমে চলাচলের জন্য সেতুটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, পৌরসভার কাউন্সিলর জিএম করিব হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এলাকা পরিচারক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রহমান, এম আব্দুল করিম ও অলিয়ার রহমান প্রমুখ।
পরে এমপি বিভিন্ন ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।