অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। শনিবার দিনব্যাপি সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পল্লী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খায়রুল বাশারকে সভাপতি ও গাবখালী মাগুরা ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক সেলিম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যন্যরা হলেন অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ ঢালী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক পলাশ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখর দেবনাথ, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, প্রচার সম্পাদক আবুল হোসেন গাজী, নির্বাহী সদস্য এম হোসেন আলী, চিন্ময় বিশ্বাস, কামরুল হোসেন। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।

Share.
Exit mobile version