বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটিতে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিসংযোগ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে জামায়াতের নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের হাতে নগদ তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অধ্যাপক গোলাম রসুল বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের সকলের দায়িত্ব রয়েছে। এ ধরনের সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, খাদ্য-ত্রাণ সরবরাহ এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, দেশে যখনই সংকট এসেছে, জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে। আজ এই পুড়ে যাওয়া ঘরবাড়ি, নিরুপায় মানুষের কান্না দেখলে যে কারও হৃদয় ব্যথিত হবে। আমরা দলীয়ভাবে এই অসহায় মানুষের পাশে আছি এবং থাকব।
তিনি বলেন, কৃষকদল নেতা তরিকুল ইসলাম হত্যার তীব্র নিন্দা এবং অগ্নিসংযোগ ঘটনায় তীব্র ধিংকার জানাচ্ছি। এ ধরণের ঘটনা কাম্য নয়। হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণ পুনর্বাসন ও ঘটনার সাথে জড়িতদের আটক করে বিচারের দাবি জানান তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের প্রতি সহানুভূতি ও সহযোগিতার জন্য যশোর জেলা জামায়াতে ইসলামী এবং অধ্যাপক গোলাম রসুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অভয়নগর থানা জামায়াতের সভাপতি র্সদার শরিফ হোসেন, সেক্রেটারি অধ্যাপক মাহউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের প্রতি সহানুভূতি ও সহযোগিতার জন্য যশোর জেলা জামায়াতে ইসলামী এবং অধ্যাপক গোলাম রসুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।