অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় ভ্যান শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। আজ দুপুরে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এ অভিযান চলে।
অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নামে একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান থেকে চাঁদাবাজি করে আসছে। এসব অবৈধ চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় অভয়নগর উপজেলা চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা নওয়াপাড়া স্বাধীনতা চত্বর থেকে সুুন্দলী, মশিহাটি, পায়রা, বসুন্দিয়াসহ রাজঘাট রুটে চলাচলকারী ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান থেকে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজি বন্ধ করার জন্য কঠোর হুশিয়ারি দেন। এ লক্ষ্যে আগামীকাল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে সকালে উপজেলা পরিষদে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান চালকদের বলেন, ‘আজ থেকে আর কোন চাঁদা দিবেন না। যদি কেউ আপনাদের কাছে চাঁদার টাকা নিতে আসে তাহলে তাকে আটকে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন।’
শিরোনাম:
- ইউনূস-মোদীর প্রথম বৈঠক
- ‘যশোর গণহত্যা’ শহিদদের স্মরণে নানা কর্মসূচি
- শখের মোটরসাইকেলে প্রাণ গেল বাবা-মেয়ের
- ফ্যাসিস্টরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত
- আজও একশ্রেণীর মানুষ দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি করে যাচ্ছে
- যশোর হার্ট ফাউণ্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়
- যশোরে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ
- শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২