অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে চেঙ্গুটিয়া বাজার উন্নয়ন কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ফলাফল গণনায় সভাপতি পদে মোঃ ইদ্রিস গাজী(ফুটবল মার্কা) ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি ডাঃ মোঃ মিজানুর রহমান (ছাতা মার্কা) পেয়েছেন ৮৭ ভোট। সহ-সভাপতি পদে আব্দুর রহমান (ফুটবল) ১৭৩ ভোট ও আলাউদ্দিন মোড়ল ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দি ডাঃ মোঃ আবুবক্কার খান ও ডাঃ দুলাল চন্দ্র বিশ্বাস পেয়েছেন যথাক্রমে ৯২ ও ৯৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ বদরুল আলম (ফুটবল) ১৫৯ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ ছামিদ মোল্যা পেয়েছেন ১২৪ ভোট। সহ-সাধাঃ সম্পাদক পদে ডাঃ বিকাশ কুমার পেয়েছেন ১৫৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আলমগীর বিশ্বাস(ফুটবল) পেয়েছেন ১২৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাহমুদ মোল্যা পেয়েছেন ১৬৪ ভোট, ছাতা মার্কা প্রার্থী মোঃ জালাল সরদার পেয়েছেন ১১৮ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ জনি মোল্যা পেয়েছেন ১৪৮ ভোট, ফুটবল মার্কা প্রার্থী গাজি ওমর ফারুক পেয়েছেন ১৩৬ ভোট। কোষাধ্যক্ষ পদে দীপংকর পাল পেয়েছেন ১৭৪ ভোট, মোঃ শুকুর আলী পেয়েছেন ১০৪ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ আল আমিন পেয়েছেন ২০০ ভোট, মোঃ শফিয়ার রহমান পেয়েছেন ৮৫ ভোট। ক্রিড়া সম্পাদক মোঃ আসাদুল লস্কর পেয়েছেন ১৯৩ ভোট, টিটো ঢালী পেয়েছেন ৯১ ভোট। ১নং ওয়ার্ড সদস্য হাঁস মার্কা নিয়ে মোঃ মুক্তার হোসেন পেয়েছেন ৪০ ভোট, মোঃ মামুন মোড়ল ঘুড়ি মার্কায় পেয়েছেন ১২ ভোট। ২নং ওয়ার্ড সদস্য শেখ মাহমুদুল চেয়ার মার্কায় ৩৪ ভোট, মোঃ নয়ন হোসেন আম মার্কায় পেয়েছেন ১৫ ভোট। ৩ নং ওয়ার্ড এ দূলাল ঘোষ(মটরসাইকেল) পেয়েছেন ২৯ ভোট, মোঃ সিরাজুল ইসলাম (হরিণ) মার্কায় পেয়েছেন ২৩ ভোট। ৪নং ওয়ার্ডে মামুন হোসাইন (গোলাপ) মার্কায় পেয়েছেন ৪০ ভোট, দোয়েল পাখী মার্কায় অটল শীল পেয়েছেন ৩০ ভোট। ৫নং ওয়ার্ডে জিয়াউর রহমান (মোরগ) পেয়েছেন ৩৩ ভোট ও গনেশ সরকার (মাছ) মার্কায় পেয়েছেন ৩০ ভোট।
মোট ভোটার সংখ্যা ২৮৬টি, ভোট পড়েছে
২৮৬টি,ভোটার পরিচালনা কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন মোঃ পিয়ার আলী শেখ। অন্যান্য সদস্যরা হলেন মোঃ আলতাফ হোসেন, আনিচুর রহমান রিপন, মোঃ ওমর আলী মোড়ল, মোঃ গাজী ফসিয়ার রহমান, মোঃ অবেদ আলী, আব্দুল হাকিম মোল্যা, মোঃ গফফার বিশ্বাস।

