অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন অভয়নগর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম।
এজাহার সূত্রে জানা যায়, ১২ অক্টোবর (বুধবার) অভিযান চালিয়ে গভীররাতে নাশকতা মামলায় শংকরপাশা গ্রামের মোকবুল হোসেনর ছেলে মোঃ সাইফার রহমান, গোবিন্দপুর গ্রামের মৃত হরিচাঁদ মল্লিকের ছেলে বিকাশ চন্দ্র মল্লিক, সুন্দলী গ্রামের মৃত দেবকণ্ঠ বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস, রামসরা গ্রামের বিধান চন্দ্র মল্লিকের ছেলে সৌরভ মল্লিককে আটক করে পুলিশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত বুনরামনগর গ্রামের মোশারফ গাজীর ছেলে আরজান গাজী, পাইকপাড়া গ্রামের আঃ রহমান শিকদারের ছেলে রওশন আলী শিকদার ও চুরির মামলায় মুজগুন্নি, বাস্তুহারা, কেএমপি, খুলনার মৃত খলিল হাওলাদারের ছেলে রিপন হাওলাদার পুলিশের হাতে গ্রেফতার হয়।
এ বিষয় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় ৪ জন, চুরির মামলায় ১ জন ও ওয়ারেন্টভুক্ত ২ জন মোট ৭ জনকে বিভিন্ন এলাকা থেকে আটক করে বিচারের নিমিত্তে জেল হাজতে পাঠানো হয়েছে।

