বিবি প্রতিবেদক
যশোরের অভয়নগরে এক সন্তানের জননীকে বিয়ে করতে নিষেধ করায় পরিবারের উপর অভিমান করে তরিকুল মোড়ল (২০) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। আজ (মঙ্গলবার) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তরিকুল মোড়ল উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা। এর আগে গত সোমবার রাত ১১ টার দিকে (ঘাসমারা ওষুধ) বিষপান করেন তিনি।
প্রতিবেশী শহর আলী সরদার বলেন, তরিকুল দীর্ঘদিন ধরে ফেসবুকে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে। সম্পর্কের একপর্যায়ে তরিকুল এক সন্তানের জননী ওই মেয়েকে বিয়ে করতে চায়। ঘটনাটি বাড়িতে জানাজানি হলে পরিবারের লোকজন বিয়ের প্রস্তাব মেনে না নেয়ায় আভিমান করে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরে গিয়ে ঘাসমারা বিষ খায়। পরে তরিকুল তার বাবাকে ফোন করে বিয়ে না দেয়ার কারনে বিষ খেয়ে আত্মহত্যা করেছি জানায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম জানান, কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে যশোর গণহত্যা দিবস স্মরণ
- যশোরে জাগপার ৪৫ বছর পূর্তি উদযাপন
- যশোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
- যশোর শহরের ফুটপাতে শরবত বিক্রির হিড়িক
- মসজিদ কমিটির টাকার হিসাব নিয়ে যুবদল নেতা খুন
- টোল ফ্রিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স র্যালি ও বিক্ষোভ
- ‘কেন্দ্রীয় কৃষকদল নেতাকে এমপি বানাতে একট্টা’র ঘোষণা আ’লীগ চেয়ারম্যানদের, ভিডিও ভাইরাল
- `ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান’