অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগরে তাদাব্বুরুল কুরআন একাডেমির মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।
গতকাল সকালে উপজেলার রানাভাটা এলাকায় তাদাব্বুরুল কুরআন একাডেমির আয়োজনে উদ্বোধন উপলক্ষে এ দোয়া অনুষ্ঠিত হয়।

তাদাব্বুরুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ড. শেখ মোহাম্মদ মাহদী হাসানের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন, নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার মুহতামিম ও বর্তমান গদ্দিনশীন পীর খাজা রফিকুজ্জামান শাহ্।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা আবু দাউদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা মোস্তফা, সমাজসেবক ইমদাদুল হক ইমু, রাশেদুল হক রাসু, সরকার গ্রুপের পরিচালক আবু সাঈদ সরকার, আওয়ামী লীগ নেতা আলমগীর মিনা, বাবু ভুইয়াসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার মুসল্লীগণ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version