অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালিন সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শিক্ষাগুরু বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মরহুম মোকছেদ আলী ফারাজীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি শেখ আইয়ুব হোসেন, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মশিউর রহমান, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আলমগীর হোসেন, শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহির খা, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, মরহুমের নাতি ও উপজেলা ছাত্রলীগ নেতা মোছাদ্দেক হায়াত রুম্মান। অনুষ্ঠিান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্যা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সানা আব্দুল মান্নান, আব্দুর রউফ মোল্যা, আখতারুজ্জামান তারু, মঈনুর জহুর মুকুল, শাহ্ আব্দুল মুকিত জিলানী, রবিন অধিকারী ব্যাচা, লায়লা খাতুন, আনিসুর রহমান মিন্টু, আলমগীর মিনা, আসলাম বিশ্বাস, গোলাম আজম মিঠু, বিপুল শেখ, জাহাঙ্গীর বিশ্বাসসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুম মোকছেদ আলী ফারাজীর স্মরণসভা ও দোয়া মাহফিলের পূর্বে একই সভাকক্ষে শেখ হেলাল উদ্দিন এমপির আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উল্লেখিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।