বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ইমরান হোসেন (২০)। তিনি শংকরপাশা শাহীনপাড়া গ্রামের বাবু কসাইয়ের ছেলে।
শনিবার বিকেল ৩টার দিকে নওয়াপাড়া বড়বাজার সংলগ্ন ভৈরব নদ পাড়ে একটি টিনশেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিনশেড ঘরটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে এবং নিহতের ভাইদের সহায়তায় পুলিশ ঘরের দরজা ভেঙে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি অনেকটাই পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।