বাংলার ভোর প্রতিবেদক
অভয়নগর উপজেলার বুইকারা পশ্চিমপাড়ার রবিউল হাওলাদার হত্যা মামলায় ওয়াহিদুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশে দিয়েছেন। ওয়াহিদুল ইসলাম নওয়াপাড়া গরুহাটখোলা এলাকার রাঙ্গার ছেলে।

জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল রবিউল ইসলামের সাথে রাঙ্গা ও ডলারের। তিন মাস আগে রবিউল টাকা চাওয়ায় ডলার তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছিল। গত ১৬ নভেম্বর রবিউল ইসলাম বিকেলে বিকেলে বাড়ি থেকে নুরবাগ মোড়ে যায়। সন্ধ্যা ৬ টার দিকে ছাগলহাটার পাশে আসামি ওয়াহিদুল ও শাহীন তার গতিরোধ করে ছুরিকাঘাতে জখম করে। রবিউলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হলে পর দিন রবিউল মারা যায়। এ ঘটনায় নিহত রবিউল হাওলাদারের মেয়ে রহিমা খাতুন অভয়নগর থানায় হত্যা মামলা করেন। ওই দিন হত্যার সাথে জড়িত জড়িত দুইজনকে আটক করে পুলিশ। আটক শাহীন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবনন্দি দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা অনিষ মন্ডল আসামি ওয়াহিদুলের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আসামি ওয়াহিদুলের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version