বাংলার ভোর প্রতিবেদক

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগরে বেসামরিক দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।

সোমবার দিনব্যাপি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার আয়োজনে উপজেলার সুন্দলী ইউনিয়নের এসটি স্কুল অ্যান্ড কলেজে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

দুপুরে সোনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনে চিকিৎসা, শল্য, চক্ষু, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞসহ একাধিক মেডিকেল অফিসারের মাধ্যমে দেড় হাজার রোগীকে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত সেনা মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী ও যশোর সিএমএইচের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী বলেন, সেনাবাহিনী নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা ও ওষুধ বিতরণ করছে।

স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে ব্যাপক সাড়া পেয়েছি, তাতে আমরা আনন্দিত। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবদহবাসীর স্বাস্থ্যসেবার জন্য যে মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করেছে, তা প্রশংসনীয় উদ্যোগ।

সুন্দলীবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। উপকারভোগী ডহর মশিয়াহাটী গ্রামের ৯০ বছর বয়সী বিষ্ণুপদ বিশ্বাস বলেন, বিনা খরচে দামি ডাক্তার দেখাতে পেরেছি। অনেক ওষুধও পেয়েছি।

শিশু থেকে সব বয়সী প্রচুর রোগী আসছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version