অভয়নগর সংবাদদাতা:
যশোর জেলায় ১ কোটি খেজুর বীজ বপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে অভয়নগরে ৩০ দিনে ৩০ লাখ খেজুর গাছের বীজ রোপণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আগামী শনিবার সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে তিন হাজার খেজুর চারা রোপণের মধ্য দিয়ে ৩০ দিনে ৩০ লাখ খেজুর বিজ রোপণ উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এর মধ্য দিয়ে জেলায় খেজুর বীজ রোপণের উদ্বোধন করা হবে। উপজেলার নদীর পাড়, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার দুই পাসের খাস জমির মোট ২১ একর জমিতে বীজ রোপণ করা হবে। তবে কোন ধরনের খেলার মাঠে এই খেজুর বীজ রোপণ করা হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্যে রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুসফিকুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মহুনুর জহুর মুকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৈয়েবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, তৈয়েবুর রহমান, আবুল কাশেম প্রমুখ।