নিজস্ব প্রতিবেদক
প্রথিতযশা সাংবাদিক অশোক সেন নির্মোহ থেকে নিরপেক্ষ সাংবাদিকতা করে গেছেন। তার সততা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই অশোক সেন চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন।
বুধবার বিকেলে প্রথম আলো যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের ১৪তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো যশোর বন্ধুসভা ও অশোক সেন স্মৃতি পাঠাগারের উদ্যোগে এই স্মণানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অশোক সেন মহান মুক্তিযুদ্ধের অংশ নেন। মুক্তিযুদ্ধের সময়ে তিনি পশ্চিমবঙ্গে স্মরনার্থীদের তালিকা তৈরিতে সহযোগিতা করতেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক হয়েও সনদপত্র নিয়ে গেজেটে নাম লেখাতে কখনো আগ্রহী ছিলেন না। তার দেশপ্রেমের আদর্শ অনুসরণ করলে তার প্রতি যথাযথ সম্মান দেখানো হবে।’
প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান বলেন, ‘অশোক সেন ছিলেন সুসাংবাদিকতার পথিকৃৎ। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে সাংবাদিকতা করেছেন তিনি। তার সততা ও নিষ্ঠার জন্যে তিনি শত বছর বেঁচে থাকবেন। নতুন প্রজন্মের মধ্যে তার আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে পারলে অশোক সেনের আত্মা শান্তি পাবে।’
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও বন্ধুসভার সাবেক সভাপতি লাকি রানী কাপুড়িয়া, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ও বন্ধুসভার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদ হাসান, বন্ধুসভার বন্ধু সাইদুর লিটন, মনিরা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সুমন রেজা ও হামিদা হিমু।
অনুষ্ঠানের শুরুতে অশোক সেনের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় বন্ধুসভার বন্ধুরা সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গান পরিবেশন করেন। ২০১০ সালের ৩ জানুয়ারি অশোক সেন দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিরোনাম:
- সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র র্যালি সমাবেশ
- কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
- পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্রত্যাহার : ব্যবসায়ীদের মানববন্ধন
- মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও আলোচনা সভা
- বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শার্শার ডিহিতে বিএনপির কর্মী সম্মেলন ও আলোচনা সভা
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বেনাপোলে যুবদলের প্রস্তুতি সভা