বাংলার ভোর প্রতিবেদক
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্সমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ বিষয়ক অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে খুলনা বিভাগের যশোর, খুলনা ও সাতক্ষীরার ২৪ উপজেলার অ্যাডভোকেসি নেটওয়ার্কের প্রায় ৩শ” প্রতিনিধি অংশ নেন।
ঝিকরগাছা উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক শহিদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা, ক্রিশ্চিয়ান এইডের জেন্ডার এন্ড ইনক্লুশন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আনজুম চৌধুরী লাকী, অভয়নগর উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
প্রকল্প পরিচিতি ও অ্যাডভোকেসি নেটওয়ার্ক কার্যক্রম উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় ফ্যাসিলিটেটর খালিদ হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়েব ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর অনিরুদ্ধ রায়।
বক্তারা বলেন, কাউকে পিছনে না ফেলে, সবাই সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। টেকসই উন্নয়নে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৈষম্য নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ওয়েব ফাউন্ডেশনের এই প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করেছে।