বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬ এ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক প্রার্থী এমএ গফুর। বৃহস্পতিবার আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে ফোরামের আহবায়ক দেবাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে সভায় অন্যান্য পদের প্রার্থী বাছাইয়ের জন্য সিনিয়র আইনজীবী নজরুল ইসলামকে আহবায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, জাফর সাদিক, আব্দুল মোহাইমেন, মাহাবুবুর রহমান, আাজিজুর রহমান, সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনে খোকন, মঈনুল হক খান ময়না, আমিনুর রহমান, আরিফুল ইসলাম শান্তি, জুলফিকার আলী জুলু, নূর আলম পান্নু, মোস্তাফা কামাল মিন্টু, আলীবুদ্দিন খান প্রমুখ।
সভায় আগামী তিন দিনের মধ্যে প্যানেলের অপর প্রার্থী চুড়ান্ত করে নাম ঘোষনা করা হবে বলে জানানো হয়েছে।