কোটচাঁদপুর সংবাদদাতা
দেশের বর্তমান পরিস্থিতিসহ কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) লেখা পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। পোস্টটি ভাসছে নেট দুনিয়ায়।
গত ১৫ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহের যুগ্ম সদস্য সচিব আল শাহরিয়ার ওভিক ওই পোস্টে লিখেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। কোটচাঁদপুরও এর বাইরে নয়। বর্তমান পরিস্থিতিতে জনমানুষের জীবনের অনিশ্চয়তা প্রকট হচ্ছে। প্রতিদিন বিভিন্ন স্থানে ঘটছে অপ্রীতিকর ঘটনা।
এ সব ঘটনার মধ্যে তিনি উল্লেখ করেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি, দখলদারিত্ব, অবৈধভাবে বালু ও মাটি বিক্রি।
এ সব ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটছে বলে তিনি ওই পোস্টে দাবি করেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন এ সব ঘটনার জন্য।
এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নেই। তবে কিছু অপরাধ সংঘটিত হচ্ছে। সেটা ডিটেক্টও হচ্ছে। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা কেউ যাতে না করতে পারেন, সে মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিরোনাম:
- যশোরে নেতাকর্মীদের জন্য রিজার্ভ আড়াইশ’ বাস-মাইক্রোবাস
- জুলাই অভ্যুত্থানের এক বছর পরেও মানুষ গণতান্ত্রিক অধিকার বঞ্চিত : অমিত
- জেলের ছদ্মবেশে এসিড নিক্ষেপ মামলার আসামি ধরলো পুলিশ
- যশোরে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু
- নাটক ম্যাডম্যান মঞ্চস্থ
- রহিমাবাদকে আপনারাই আদর্শ গ্রাম করতে পারেন : সাতক্ষীরা জেলা প্রশাসক
- বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাবু-রাজ্জাক প্যানেল জয়ী
- যশোরে গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত