বাংলার খেলা প্রতিবেদক
বর্ণাঢ্য নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে আকিজ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার চার দিনব্যাপি উদযাপন শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে। প্রতিযোগিতায় বিশেষ আয়োজন ছিল বিজ্ঞান মেলা। এ মেলার উদ্বোধন করেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। পরে তিনি বিজ্ঞান মেলা ঘুরে দেখেন। মাহফুজুল হোসেন বলেন, আকিজ কলেজিয়েট স্কুল ভাল ফলাফলের দিক থেকে সেরা, তেমনি তাদের শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞান মেলায় মোট ১৪টি স্টলে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করে। স্মার্ট সিটি, সোলার প্যানেলের সাহায্যে স্মার্ট স্কুল, স্মার্ট বাগান, ভূমিকম্প সতর্কতা সিস্টেম, স্বয়ংক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা, ক্লিন এয়ার, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থা, বন্যা পরবর্তি ভাসমান সেতু তৈরি করে জীবন ধারণ পদ্ধতিসহ নানা উদ্ভাবনি প্রজেক্ট উপস্থাপন করে দর্শকদের মন জয় করে এসব খুদে উদ্ভাবকরা। ১৯৯১ সালে দেশবরেণ্য শিল্পপতি মরহুম শেখ আকিজ উদ্দিন প্রতিষ্ঠিত আকিজ কলেজিয়েট স্কুলটি পরিচালনা করছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। সভাপতির দায়িত্ব পালন করছেন আদ্-দ্বীন ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। ভাল ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে দেশসেরা হিসেবে প্রতিষ্ঠানটির খ্যাতি রয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version