বাংলার ভোর প্রতিবেদক
যশার জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, জামায়াতে ইসলামী দেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
যেখানে থাকবে না অবিচার, দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করবে। তাই আসুন সকলে মিলে আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করি।
শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত রুকন সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর-৩ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি আব্দুল কাদের, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, অধ্যাপক অধ্যাপক আরিফুল ইসলাম কল্লোল, বায়তুলমাল সেক্রেটারি মাস্টার আব্দুর রহিম প্রমুখ।
অনুরূপভাবে দুপুরে ঝিকরগাছা উপজেলা আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং বিকেলে কেশবপুর উপজেলা আমির অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে আরো দুটি রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।