কাজী নূর
আজ থেকে যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বৈশাখী লোকনাট্য উৎসব। সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এ উৎসবের উদ্বোধন করবেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের তত্ত্বাবধানে, জেলা শিল্পকলা একাডেমী, যশোর নাট্য গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসবে মোট ১১ টি দল অংশগ্রহণ করবে। ৯ মে সমাপনী অনুষ্ঠানে নাটকের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজনকে প্রদান করা হবে নাট্য গবেষণা কেন্দ্রের মঞ্চবীর পদক।
উৎসবের প্রথম দিন পরিবেশিত হবে তীর্যক যশোরের নাটক ‘বউ’, ফানুষ থিয়েটারের নাটক ‘সতী নারীর কঠিন পণ বেহুলা’ ও সুলতানপুর শিল্পীগোষ্ঠীর নাটক ‘ধুয়ো গান’
৮ মে পরিবেশিত হবে খুলনা চুকনগরের চারু নিকেতন আর্ট একাডেমির নাটক ‘পুঁথিপাঠ’, মা নৃত্যালায়ের ‘রবীন্দ্র নৃত্য’, মুন্সিগঞ্জ অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ছবি বউ বাছাই কাব্য’, ব্যঞ্জন যশোরের নাটক ‘চন্দ্রহত্যা’ ও অভয়নগর যশোরের আজহার বয়াতি শিল্পীগোষ্ঠীর ‘সৎ মায়ের চরিত্র’
এবং উৎসবের তৃতীয় দিন পরিবেশিত হবে শব্দ থিয়েটারের নাটক ‘বলবান’ বিবর্তন যশোরের নাটক ‘পাইচো চোরের কিচ্ছা’ এবং সিজার যাত্রা ইউনিটের যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’।