বাংলার ভোর প্রতিবেদক
কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর আয়োজিত “বিদ্রোহী কবি ও বাংলাদেশ শীর্ষক” গোলটেবিল আলোচনায় অতিথিরা বলেছেন কয়েকটি কবিতা ও প্রবন্ধের মাধ্যমে স্বাধীনতার অনেক আগেই কাজী নজরুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতার রূপকল্প এঁকে দিয়েছিলেন।
তার ক্ষুরধার লোখায় যেমন বৃটিশ ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসররা কেঁপে উঠেছিল তেমনি বাঙালি পেয়েছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আদায়ের প্রবল অনুপ্রেরণা। কবি নজরুল তার লেখনি দিয়ে বৃটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধ সংগ্রামে তার লেখনি বাঙালি জাতিকে একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের প্রেরণা যুগিয়েছে। ২৪ এর জুলাই আগস্ট বিপ্লবেও তার রচিত গান ও কবিতা সংগ্রামীদের শক্তি ও সাহস যুগিয়েছে। এ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে কবি নজরুল প্রেরণা হয়েছেন বারবার। ঐতিহাসিক দ্বায়বদ্ধতা থেকেই তাকে এদশে আনা হলেও তার প্রাপ্য যথাযথ সম্মান জাতি হিসেবে আমরা আজও দিতে পারিনি।
রোববার বিকেল ৫ টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন যশোর সরকারি শিক্ষা বোর্ড মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান, যশোর তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি ও গবেষক ডক্টর শাহনাজ পারভীন,
বিশিষ্ট চিন্তাবিদ গবেষক ও প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজিন খান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যাপক জিল্লুল বারী, প্রভাষক ও আবৃত্তি শিল্পী মেহেদী হাসান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, অগ্নিবীণা যশোরের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক জেলা শিক্ষা অফিসার আতাহার রহমানের সভাপতিত্বে এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায়
গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব অগ্নিবীণার উপদেষ্টা আব্দুল খালেক, যশোর দাউদ পাবলিক স্কুল এণ্ড কলেজের বাংলা বিভাগের প্রধান কামরুজ্জামান আজাদ, কবি ও গবেষক পদ্মনাভ অধিকারী, যশোর কালেক্টরেট স্কুলের প্রিন্সিপ্যাল মোদাচেছর হোসাইন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস,
পোফ যশোরের নির্বাহী পরিচালক ও গ্রাম থিয়েটার যশোরের প্রধান হাসান হাফিজুর রহমান, কবি অ্যাডভোকেট জিএম মুছা, দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও পথিক সম্পাদক কবি শেখ শাহরিয়ার সোহেল, যশোর সাংস্কৃতিক সংসদের সভাপতি প্রভাষক তরিকুল ইসলাম,
স্বাগত বক্তব্য দেন অগ্নিবীণার সহসভাপতি ও অনুষ্ঠানের সদস্য সচিব শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, শুভেচ্ছা বক্তব্য দেন অগ্নিবীণার সহ সভাপতি অ্যাডভোকেট আফরোজা বেগম, নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান, অনুষ্ঠানে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আবৃত্তি করেন অগ্নিবীণার সদস্য আদর্শ বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জাকিয়া সুলতানা মিম প্রমুখ।