বিবি প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান ছাত্রবাসের পিছনে আবারও জন্মেছে গাঁজা গাছ। আজ (শুক্রবার) ছাত্রাবাসের পিছনে পশ্চিম পাশে ৭টি গাঁজা গাছ পাওয়া যায়। এর আগে গত ১৫ জানুয়ারি ১৫টির গাঁজা গাছ উদ্ধার করে আনসার সদস্যের মাধ্যমে পুড়িয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ বলেন, ‘আমরা এখন গাছগুলো ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করবো। গতমাসে গাঁজা গাছ পাওয়ার পরই দায়িত্বরত মালিকে নির্দেশনা দেয়া হয়েছিল এসব গাছ যেন কোনোভাবেই জন্মাতে না পারে। হল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেয়া হয়েছিল বলে জানান তিনি। তিনি বলেন, ‘বারবার কেনো গাঁজা গাছ জন্মাচ্ছে তার সঠিক কারণ জানেন না তিনি। পূর্বের গাঁজা গাছ উদ্ধারের পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির প্রতিবেদন পেলে আমরা জানতে পারবো কেন গাছগুলো জন্মাচ্ছে। এছাড়াও আগামীতে সভা করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- যশোরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ ব্যর্থ
- মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের
- ঝড়-বৃষ্টির পূর্বাভাসে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত কৃষক
- ইজারাদার দুই পক্ষ আদালতে, খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ
- যশোরে সাহিত্য সভা অনুষ্ঠিত
- যশোর ইপিজেড প্রকল্পের ভূমি উন্নয়নে ১৫৪ কোটি ব্যয় অনুমোদন
- যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৫জনকে অচেতন
- চৌগাছায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ