বাংলার ভোর প্রতিবেদক
আবুল হুসেন রাষ্ট্রসভার ১৬৫তম পাঠচক্র শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রাচ্য সংঘের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রসভার পরিচালক কামরুজ্জামান বাবুল।
‘মুন্সী মেহেরুল্লাহ জীবন ও কর্ম : সমাজে তার অবদান’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন কর্মবীর ও ইসলাম প্রচারক মুন্সি মেহেরুল্লার দৌহিত্র কর্নেল (অব.) মেহের মহব্বত হোসেন। এ সময় অন্যানের মধ্যে আলোচনা করেন প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিলের সদস্য আকসাদ সিদ্দিকী শৈবাল, প্রাচ্যসংঘের সভাপতি কাসেদুজ্জামান সেলিম ও সিনিয়র সদস্য অ্যাডভোকেট এ জে মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাচ্যসংঘের সাধারণ সম্পাদক খবির উদ্দীন সুইট।
সভা থেকে আগামীতে মুন্সী মেহেরুল্লাহ’র উপর আরো বেশি চর্চা করার আশাবাদ ব্যক্ত করা হয়।