নড়াইল প্রতিনিধি
গতকাল বেলা সাড়ে ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মোল্যার মাঠে (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) ম্যাশ মেডিকেল ক্যাম্প (বিশেষজ্ঞ চিকিৎসা সেবা) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এ সময় তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, পরিবার নিয়ে যাবেন, উৎসবমুখর পরিবেশ তৈরি করবেন। মহামারি করোনায় তিন বছর কাজ করতে পারিনি। গত দুই বছর কাজ করবার চেষ্টা করেছি। আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তবে আগে যে চেষ্টা ছিলো তা দুইগুণ বেড়ে যাবে। যদি মনে করেন মাশরাফিকে ভোট দেবেন তবে দেবেন, আর যদি ভোট দিতে মন নাও চায় তবুও ভোট কেন্দ্রে যাবেন। আমি আপনাদের ভোটটি নিয়ে সংসদ সদস্য হতে চাই। আপনাদের ভোট না নিয়ে যেন সংসদ সদস্য না হই। ৭ জানুয়ারির পর আপনারা যা চাইবেন দেয়ার চেষ্টা করবো’।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের আয়োজনে নৌকা প্রতিকের এমপি প্রার্থী মাশরাফি বিন মর্তুজার সৌজন্যে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে প্রায় পাঁচ হাজার রোগী ওষুধ ও ফ্রি চিকিৎসা সেবা নেন। ৪৫ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের সেবা দেন। অনুষ্ঠানে লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version