ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, সৈয়দ মিজানুর রহমান, কওসার আলম, রোহান রাজিব ও ইমদাদ হোসাইনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শনিবার সকাল ১০ টায় ঝিকরগাছা বাস স্ট্যান্ড রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ের সামনে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ঝিকরগাছা পাঠকমেলার সভাপতি সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অব.) সমাজসেবক শফিউল আজম রুমি। তিনি মাহমুদুর রহমান ও তার পত্রিকার সাংবাদিকসহ সারাদেশে মিথ্যা মামলায় অভিযুক্ত সকল সাংবাদিকের মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আমার দেশ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি ইলিয়াস উদ্দীন, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মনিরুজ্জামান, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বিল্লাল হুসাইন, শার্শা প্রেসক্লাবের সাংবাদিক আতিকুজ্জামান রিমু, সমাজসেবক রফিকুল ইসলাম প্রমুখ।

Share.
Exit mobile version