কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার সকাল সাড়ে ১০ টায় তারা দায়িত্ব গ্রহণ করেন।
গত ৩০ মে তারিখে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোটর সভাপতিত্বে অভিষেকে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি।
বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ইউপি সদস্য সাইলুজ্জামান সাইলু, ইউপি সদস্য মাহফুজা খানম, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ ঘোষ ও উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি মিলন কুমার ঘোষ প্রমুখ।
উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন নাঈমসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন বলেন, আমি জনগণের ভালোবাসায় আজ এখানে এসেছি, সেই জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। আমি জনগণের সুমন হয়ে জনকল্যাণে অবদান রাখতে চাই।
শিরোনাম:
- যশোর সদর উপজেলা বিএনপির দুই নেতা বহিস্কার
- কয়লা ব্যবসার নামে প্রতারণা ১৭ লাখ টাকা আত্মসাৎ; গ্রেফতার ৪
- পাঁচটি নদীর উপরে নির্মাণাধীন আটটি সেতুর বিষয়ে সুরাহা হয়নি
- সাঁতার কোচ আব্দুল মান্নানকে সংবর্ধনা প্রদান
- বদলগাছীতে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন- জনদূর্ভোগ চরমে!
- বহু লোক ডাকাতি চুরি করার পাঁয়তারা শুরু করেছে : মুজিবুর রহমান
- যশোরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ ব্যর্থ
- মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের