বিবি প্রতিবেদক
যশোরে আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম বলেছেন, ইসলামিক ফাউন্ডেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর উদ্দেশ্যে ছিল গরীবদের মুখে হাসি ফোটানো। ইমামরা সমাজে একজন লোকাল লিডারের ভূমিকা পালন করতে পারেন। ইমামদের কথা সমাজের সকলে শুনেন। নৈতিকতা শিক্ষার মাধ্যমে সমাজের সকল অপরাধ নির্মূল করা সম্ভব। আমাদের দেশের আলেম ওলামাগণের নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। তাহলেই প্রকৃতপক্ষে দেশের মানুষের কল্যাণ হবে।
গতকাল সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ বিভিন্ন সামাজিক, সমস্যা সমাধান, হজ্ব এবং যাকাত বিষয়ে ইমামগণের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফান্ডোন্ডশন যশোর আয়োজিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল আহমদ।
অনুষ্ঠানে আলোচনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাহাত হোসেন খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মুনা আফরিন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পারিচালনা করেন জেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা মইনুদ্দীন।
শিরোনাম:
- দেশের উন্নয়নে বিএনপির বিকল্প নেই : অমিত
- শার্শায় ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি জাহান আটক
- পাইকগাছায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুলের গণসংযোগ
- আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর হাতে রাইফেলসহ দুই সন্ত্রাসী আটক
- মাগুরায় শালিসি বৈঠকে হাতুড়িপেটা : নিহত ১
- সেনাবাহিনীর তত্বাবধানে ভবদহে নদী খনন শুরু : এলাকাবাসী উচ্ছ্বসিত
- চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত
