বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আলোচিত মহিলা আওয়ামী লীগনেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে ডিবি পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে সোমবার বিকেলে যশোর ডিবির একটি টিম যশোর শহরের পালবাড়ি-গাজিরঘাট রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে বিএনপির দলীয় কার্যালয় পুড়ানোর মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মহুয়ার বাবার নাম সোহরাব আলী খান।

যশোর ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা বলেন, ‘গত বছরের ৪ আগস্ট যশোরের বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর, লুট ও অগ্নিসংযোগ মামলার আসামি নাসিমা সুলতানা। তদন্তে পুরনো বিএনপি পার্টি অফিস সংক্রান্ত মামলায় মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। এদিন সন্ধ্যায় তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আর্দেশ দেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সংরক্ষিত নারী আসনের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কখনো আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনের পদ পদবিতে না থাকলেও তিনি নিজেকে তিনি মহিলা আওয়ামী লীগ নেত্রী দাবি করতেন।

জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান কমিটি নিয়ে সংবাদ সম্মেলন করে বিষোদগাদ করে প্রথমে আলোচনায় আসেন। এরপর আলোচিত হন মূলত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে।

পিবিআইতে কর্মরত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগটি তোলা হয়। এই ঘটনায় তখন তিনি ব্যাপক আলোচনায় আসেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version