আশাশুনি সংবাদদাতা
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর চরের কেওড়া বাগান থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।
রোববার উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয়রা খোলপেটুয়া নদীতে কাঁকড়া শিকারের জন্য কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশের কেওড়া বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় বাগানের মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত পা দেখতে পেয়ে বিষয়টি আশাশুনি থানা পুলিশকে অবহিত করেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version