বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এসএন তরুণ দে অনুমোদিত ৫৩ সদস্যের এই কমিটিতে বিশিষ্ট আইনজীবী দেবাশীষ দাসকে আহবায়ক ও নির্মল কুমার বিটকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক অশোক ঘোষ, ৬ জন যুগ্ম-আহবায়ক বিষ্ণু সাহা, সুদীপ্ত কুমার ঘোষ, মানিক সাহা, অসীম কুমার মন্ডল, ক্যাপ্টেন পলাশ হালদার ও প্রদীপ কুমার রায়, সম্মানিত সদস্য তিনজন ডা. জয়ন্ত কুমার পোদ্দার, ডা. মৃনাল কান্তি দাস ও ডা. এম কে ঘোষ, এছাড়াও ৪১ জনকে সদস্য করা হয়েছে।
তারা হলেন ক্যাপ্টেন রোজলীনা সরকার, সন্তোষ স্বর, অ্যাড. দিলীপ কুমার চন্দ্র, অশোক সাহা, অ্যাড. কিশোর সাহা, সুবত ঘোষ শুভ, কার্তিক পোদ্দার, বিশ্বজিৎ হালদার, রাজেশ বিশ্বাস, সুকুমার বিশ্বাস, তাপস চন্দ্র পোদ্দার, দিপংকর ঘোষ, প্রভাষক পলাশ সোম, বিদ্যুৎ বিশ্বাস, কৃষ্ণ চ্যাটার্জি, সমীর কুমার ঘোষ, শরৎচন্দ্র বিশ্বাস, অজয় চৌধুরী, হরিচাঁদ মল্লিক, উত্তম রায়, কৃষ্ণ বিশ্বাস, বিপুল কুমার বিশ্বাস, গৌতম দাস, সত্যজিৎ সরকার, পিযুষ কুমার মল্লিক, বিপ্লব ঘোষ, শ্যামল দত্ত, গোপাল চন্দ্র মন্ডল, গণেশ বিশ্বাস, সংগ্রাম বিশ্বাস, বাঁধন হোড়, সুমন্ত সাহা, নির্মল দেবনাথ, অজয় কুমার পাল, রঞ্জু কুমার বিশ্বাস, নরেশ চন্দ্র সাহা, প্রদীপ বিশ্বাস, বিশ্বজিৎ সরকার, মিন্টু কর্মকার, পল্লব সাহা ও প্রকাশ সাহানী বুলু।