কেশবপুর সংবাদদাতা
যশোর কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএ হাবিবুর রহমান হাবিবের পদত্যাগ দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
গৌরীঘোনা বাজার হয়ে ইউনিয়ন পরিষদের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা বক্তৃতায় বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী দ্বারা শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নানাভাবে হয়রানি করেছে।
চেয়ারম্যান হাবিব স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরো কঠোর প্রদক্ষেপ নেয়া হবে বলে জানান উপস্থিতরা।
এ সময় বক্তব্য রাখেন, শেখ রাসেল, নূর এ আলম সিদ্দিকী, শেখ আব্দুল হালিম
প্রমুখ।
বক্তারা আরো বলেন, চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব তার বাহিনী দিয়ে ঘের দখল ও চাঁদাবাজি করা, সরকারি অনুদানকে নিজে দলীয় লোকদের মাঝে বন্টন, ইউনিয়ন পরিষদে উপস্থিত না থাকা, সরকারি বিভিন্ন সেবা ও অনুদান থেকে ইউনিয়নবাসীকে বঞ্চিত, ইউনিয়নের সালিশের নামে চাঁদা আদায়, ইউনিয়নের সরকারি জমি বর্গা দিয়ে খাওয়াসহ সকল সেবা কাজে বঞ্চিত করেছেন ইউনিয়নবাসীকে।
সেই সাথে করেছেন চাঁদাবাজি লুটপাট তাই এই অনির্বাচিত ভোট চোর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের দ্রুত বিচার এবং অবিলম্বে পদত্যাগ দাবি করেন তারা।