বাংলার ভোর প্রতিবেদক
ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে বিরোধের জেরে যশোরে খুন হয়েছেন ইজিবাইক চালক জাহিদ হোসেন (৩৫)। এ ঘটনায় শনিবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহতের ছোট ভাই অহিদ শেখ। মামলায় ফুডগোডাউন এলাকার রেজাউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আশাকে (৩০) একমাত্র আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, জাহিদ ও আশা দুইজনই ইজিবাইক চালক এবং পূর্বপরিচিত। ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই মনোমালিন্য ছিল। গত ১৮ অক্টোবর সকাল ১০টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় নিজের ইজিবাইক পরিস্কার করছিলেন আশা। এ সময় সেখানে গিয়ে জাহিদ জিজ্ঞেস করেন, আর কত সময় লাগবে? এ নিয়েই দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় আশা পাশে থাকা কাঠের বাটাম দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশা নিজেই জাহিদকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে জাহিদকে মৃত অবস্থায় পান।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক অনুপ কুমার মণ্ডল বলেন, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে দফায় দফায় অভিযান চলছে। অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version