বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান গণসংযোগ পক্ষ কর্মসূচির অংশ হিসেবে পেশাজীবী থানা যশোর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে এগারোটায় প্রেসক্লাব যশোরের দ্বিতীয় তলার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পেশাজীবী থানা যশোর শাখার আমীর খন্দকার রশিদুজ্জামান রতন। ১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও দাওয়াতি পক্ষ কর্মসূচির অংশ হিসেবে যশোরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এবং পেশাজীবী থানা যশোর শাখার সেক্রেটারি আবু ফয়সাল ও প্রচার সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ।

এ সময় প্রধান অতিথি জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আয়না কখনো মিথ্যা তথ্য দেয় না। ইনসাফ ভিত্তিক উন্নত-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান তিনি। জেলা আমীর আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতারা ব্যক্তিগতভাবে দুর্নীতিমুক্ত। বিগত সময়ে আমাদের দুজন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ কেউ করতে পারেনি। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা নিজেরা দুর্নীতিমুক্ত থেকে দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় সাংবাদিক ও পেশাজীবীদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক ও গবেষক এবং প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান, দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, একুশে টিভি’র শিকদার খালিদ, দিগন্ত টিভি ও নিউজজোনবিডি’র তরিকুল ইসলাম তারেক, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা এমএআর মশিউর প্রমুখ।

জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, সাংবাদিক এবং রাজনীতিবিদদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরী। রাষ্ট্রের দুর্নীতি রোধে এবং সমাজের অসঙ্গতি দুর করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মহান আল্লাহর কাছে পরকালে জবাবদিহিতার অনুভূতি নিয়ে সাংবাদিকদের কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ। একটি ইনসাফপূর্ণ মানবিক রাষ্ট্র গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয় সভা থেকে।

যশোরের স্থানীয় এবং ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় একশ’জন সাংবাদিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বিগত আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। যশোরে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ১২শ’ মামলা হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।

Share.
Exit mobile version