রাজগঞ্জ সংবাদদাতা
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের জাকির হোসেন থাকেন মালয়েশিয়ায়। মোবাইল ডাটা ইন্টারনেট বন্ধ থাকায় গত ৬/৭ দিন স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তার স্ত্রী। ওই গৃহবধূ বলেন, তিন বছর ধরে তার স্বামী প্রবাসী। আগে নিয়মিত ম্যাসেঞ্জারে যোগাযোগ হলেও এখন ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ করতে পারছেন না। বিদেশ থেকে আইএসডি ফোন দিলেও ঠিকমত কথা বলা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না। সাত বছরের মেয়ে নিয়ে তিনি বেশ উৎকণ্ঠায় আছেন স্বামীর নিয়মিত খোঁজ নিতে না পেরে।
এই গৃহবধূ একা নন, তার মতো রাজগঞ্জের কয়েক শত মানুষ তাদের প্রবাসী স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃষক কামাল হোসেনের ভাই থাকেন সৌদি আরবে। কয়েক দিন ধরে তাদের দুই ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই। কামাল বলেন, চলমান পরিস্থিতিতে আমরা যত দুশ্চিন্তায় আছি আমার মনে আমার চেয়ে বেশি দুশ্চিন্তায় আছে আমার প্রবাসী ভাই। আমরা যে ভালো আছি, এই খবরও তাদের দিতে পারছি না।
কর্মসংস্থানের জন্য রাজগঞ্জ এলাকার শত শত মানুষ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। অধিকাংশ গ্রামে ওয়াই ফাই ইন্টারনেট নেই। গ্রামের মানুষেরা বিভিন্ন মোবাইল কোম্পানির মোবাইল ইন্টারনেট (ডাটা) কিনে ব্যবহার করেন। সেই ডাটা ইন্টারনেট দেশের চলমান পরিস্থিতির কারণে বন্ধ থাকায় প্রবাসিদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্বজনরা। মোবারকপুর গ্রামের সুইটি খাতুনের স্বামী হাবিবুর রহমান মালয়েশিয়া প্রবাসী। সুইটি খাতুন বলেন, আমি গ্রামে বসবাস করি। ইন্টারনেট না থাকার কারণে আমার স্বামীর সঙ্গে ৬/৭ দিন ধরে যোগাযোগ করতে পারছি না। মোবাইল ফোনে সরাসরি কল দিলে কল রিসিভ হয় টাকা কাটে কিন্তু অপরপ্রান্ত থেকে কোনো শব্দ আসে না।
হানুয়ার গ্রামের বৃদ্ধা বিলকিস বেগমের ছেলে ফরহাদ আহমেদ মালয়েশিয়ায় থাকেন। বিলকিস বলেন, আমার ছেলে প্রতিদিন দুইবার ভিডিও কল দিত। কয়েক দিন ধরে আমার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাই খুব দুশ্চিন্তায় আছি। ছেলেটা কেমন আছে বা আমরা কেমন আছি কিছুই জানাতে পারছি না। রাজগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মফিজুর রহমান, আলতাপ হোসেনসহ অনেকেই জানিয়েছেন ইন্টারনেট সমস্যার কারণে প্রবাসী স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়েছে। সেই সাথে রেমিট্যান্স না আসায় অনেকেই হতাশ হয়ে পড়ছে।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত ২৪ জুলাই থেকে ডাটা ইন্টারনেট বন্ধ রয়েছে।