বাংলার ভোর প্রতিবেদক
শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুশিক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক “মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা” এই স্লোগানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ করেছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর। বৃহস্পতিবার সকালে যশোর শহরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও শিক্ষার সামগ্রি তুলে দেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা। শিক্ষা সামগ্রি পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
এ সময় ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো বলেন, এই ধরনের কাজ শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করে না, সমাজে শিক্ষার গুরুত্বকেও তুলে ধরে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন আরও সুন্দর ও উজ্জ্বল হোক। ক্লাবের এমন ইতিবাচক উদ্যোগ সমাজে আরও অনেক সংগঠনকে অনুপ্রাণিত করবে। আশা করছি ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর এরকম ভালো কাজ অব্যাহত রাখবে।
তাদের এধরনের কর্মকাণ্ডে সব সময় সহযোগিতা করার জন্য এসিআই মোটরস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং আরএসএম (সাউথ জোন) তানভীর সজীব ও টেরিটরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন এবং এসআর অরিয়ন মটরসের ডিলার আবিদ রিফাতসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।