বাংলার ভোর প্রতিবেদক

গানপ্রিয় শ্রোতাদের জন্য পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশ-ভারত যৌথ নিবেদনে শিঘ্রই আসছে একটি নতুন মৌলিক গানের মিউজিক ভিডিও “মন আকাশে মেঘ”।

গানটির কথা লিখেছেন যশোরের গীতিকার ‘রাজ পথিক’ সুর ও সংগীত পরিচালনা করেছেন মিউজিক ডিরেক্টর এএফ সৈকত। আর গানটিতে পুরুষ কণ্ঠ দিয়েছেন ঢাকার কণ্ঠশিল্পী ‘সাজ্জাদ হক’ ও মেয়ে কণ্ঠে কলকাতা-ভারতের উদীয়মান কণ্ঠশিল্পী (প্রিয়কণ্ঠ তারকা-২০২৩) সৃজিতা মণ্ডল। গানের মডেল হিসেবে অভিনয় করেছেন ‘ইমি’ ও ‘সাজ্জাদ’।

ভিডিও নির্মাণ করেছেন আল আমিন মাসুদ। ঈদ উপলক্ষে নতুন মিউজিক ভিডিওটি রিলিজ হবে সাজ্জাদ অফিসিয়ার ইউটিউব চ্যানেল থেকে।

নতুন সৃষ্টির পাশে থাকতে সকলকে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছে “মন আকাশে মেঘ” পরিবার।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version