বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নাগরিক উদ্যোগের যশোর সদর উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজারী, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা। এ সময় স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগ খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস। উপস্থিত ছিলেন, নাগরিক উদ্যোগের সীমা বিশ্বাস, নাগরিক উদ্যোগে সিএসও সদস্য নাসির উদ্দিন প্রমুখ।
যশোর সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে তাদেরকেই এগিয়ে আসতে হবে। নিজেদের নির্ধারিত বাপ দাদার পেশার উপর নির্ভর না করে যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে ভিন্ন পেশার প্রতি আন্তরিক হয়ে নিজেদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে সরকারি ও বেসরকারিভাবে সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে।’