বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার মঙ্গলবার বিকেলে চুড়ানকাটি ইউনিয়নে নির্বাচনী গণসমাবেশ করেছেন।
ইউনিয়নের আমবটতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, আমি উপজেলা পরিষদ থেকে কিছু নিতে চাই না। উপজেলাবাসীকে তার প্রাপ্য সুবিধাগুলো দেয়ার জন্যই চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে এতদিন ধরে উপজেলাবাসী যে সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, সেগুলো তাদের দেয়া হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগেন যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন তরফদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান।
বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন কাউন্সিলর সাইদুর রহমান রিপন, সদর উপজেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক রেখা খাতুন প্রমুখ।
একই দিন ফাতেমা আনোয়ার সকাল থেকে দুপুর পর্যন্ত নরেন্দ্রপুর, বসুন্দিয়া ইউনিয়নে, রেজিস্ট্রি অফিসে গণসংযোগ করেন। রাতে পাগলাদাহ গ্রামে নির্বাচনী গণসমাবেশ করেন।