কলারোয়া সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছে ঘোড়া ও আনারস। যদিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। এর মধ্যে রয়েছে ঘোড়া প্রতীকে আমিনুল ইসলাম লাল্টু, আনারস প্রতীকে এসএম আলতাফ হোসেন লাল্টু এবং মোটরসাইকেল প্রতীকে আনারুল ইসলাম।
তবে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে শীর্ষে অবস্থান করছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ঘোড়া প্রতীক এবং আলতাফ হোসেন লাল্টু আনারস প্রতীক। এই দুইজন প্রার্থীর মধ্যে ২৯ মে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে ভোট যুদ্ধ। এবার ভোটের মাঠে এককভাবে কারো আধিপত্য না থাকায় দুই প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে এমনটাই প্রত্যাশা ভোটারদের।
চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে দুইজনই আওয়ামী লীগের। তাদের একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ঘোড়া প্রতীক তিনি সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিগত কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান এমপি ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে নির্বাচন করে জয়ী হন আমিনুল ইসলাম লাল্টু। ভোটের মাঠে তাঁর শক্ত অবস্থান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে স্থানীয় চায়ের দোকানদার ফজলুর রহমান ও ভ্যানচালক শহর আলী বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে আর মানুষ ভোট দিতে কেন্দ্রে এলে ঘোড়া প্রতীকের জয় সুনিশ্চিত।