বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় উপশহর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপশহর ইউপি প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপজেলা সমন্বয়কারী শংকর কুমার দাস গ্রাম আদালতের সেবা ও সুবিধা সম্পর্কিত বিষয়ে আলোকপাত ধরেন। এসম য়তিনি এ আদালতে মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির হবে বলেও জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক, গ্রাম পুলিশ, উদ্যোক্তা, মসজিদের ইমাম, শিক্ষক, নারী সমাজ কর্মী, ব্যবসায়ী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিসহ আরো অনেকে।