বাংলার ভোর প্রতিবেদক
শনিবার যশোর সদর উপজেলার ৫ উপশহর ইউনিয়নের প্রাণকেন্দ্র বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শামিম খান মেজে এববং সাধারণ সম্পাদক পদে ফুয়াদ আহম্মেদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

গতকাল বেলা ১২ টায় বাজারের আদর্শ বহুমুখি মাদ্রাসা কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা। নির্বাচনে ১২৯ জন ভোটারের মধ্যে ১২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

একজন ভোটার অনুপস্থিত থাকায় ভোট দিতে পারেননি। বেলা ১২ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের নির্ধারিত সময় থাকলেও তার আগেই ভোট গ্রহণ সম্পন্ন হয়ে যায়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন কমিটির উপদেষ্টা আলী কদর।

প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে শামিম খান মেজে বই প্রতিকে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি শেখ রবিউল ইসলাম রবি মোরগ প্রতিকে পান মাত্র ৪২ ভোট।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাবর আহম্মেদ রাব্বী ৮৫ ভোট পেয়ে।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ প্রার্থী। এ পদে ফুয়াদ আহম্মেদ ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খালিদ হাসান পান ২৯ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে সর্বোচ্চ ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাসীম উদ্দীন।

সাংগঠনিক সম্পাদক পদে মো. ওয়াসিম ৮২ ভোট পেয়ে নির্বাচত হয়েছেন।
এর আগে প্রচার সম্পাদক পদে মাসুদ আহমেদ খান এবং সদস্য পদে চারজন আবুল কাশেম, আব্দুল্লাহ আল মাহমুদ, সুব্রত বিশ^াস ও নুর ইসলাম মাসুম বিনপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন হাসানুল কবীর লিটন এবং সহকারী পোলিং কর্মকর্তা ছিলেন সৈয়দ আবু হাসান লিটন ও কুতুব উদ্দীন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version