বাংলার ভোর প্রতিবেদক
চলতি বছরের বৃহস্পতিবার ৪ জুলাই যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ইংরেজি (আবিশ্যক) ১ম পত্র (১০৭) বিষয়ে ১,৯০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ পরীক্ষায় ১১৭৯৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৬০৬২ জন অংশগ্রহণ করেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দু’জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত পরীক্ষার্থীরা হচ্ছে, নড়াইল কেন্দ্র ৩২১-এর শিক্ষার্থীর রোল নং ৬৬৯৬৩৯ ও ঝিনাইদহ কেন্দ্র ৩৩২-এর শিক্ষার্থীর রোল নং ৬৩৩০১৪। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শাহিত আহম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানাগেছে, ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় খুলনা জেলায় অনুপস্থিত ৪২০ জন, বাগেরহাট জেলায় ১২৭জন, সাতক্ষীরায় ২১২ জন, কুষ্টিয়ায় ২২৯ জন, চুয়াডাঙ্গায় ১৩৫ জন, মেহেরপুর জেলায় ৭৪জন, যশোর জেলায় ২৪০জন, নড়াইল জেলায় ৯৮জন, ঝিনেদায় ২৬৫জন ও মাগুরা জেলায় ১০৬জন রয়েছেন।