বাংলার ভোর প্রতিবেদক
যশোর- বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর মোড়ে বারবার ঘটছে দুর্ঘটনা। তিন মাসে অসংখ্যা দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহতসহ আহত হয়েছেন চারজন। বারবার একই স্থানে দুর্ঘটনার নেপথ্যে ‘অলৌকিক’ কিছু রয়েছে এমন ধারণা এলাকাবাসীর। এজন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে তারা । সোমবার বিকালে দুর্ঘটনা কবলিত স্থান কীর্তিপুর মোড়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন। এ সময় দলমত নির্বিশেষে কীর্তিপুর গ্রামের বিভিন্ন মসজিদের মুসল্লীসহ সাধারণ মানুষ অংশ নেন। গ্রামবাসীর পক্ষে এই দোয়া অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকন।

মিলাদ মাহফিলে অংশ নেয়া ও স্থানীয় বাসিন্দা ওষুধ ব্যবসায়ী নাহিদুজ্জামান পিয়াস বলেন, তিন মাসে কীর্তিপুর মোড়ে অসংখ্যা দুর্ঘটনা ঘটেছে। এতে সাত জন নিহত ও চারজন আহতের ঘটনা ঘটেছে। এলাকার মুরুবিরা জানায় ঘটনাস্থলে ‘অলৌকিক’ কিছুর হাত রয়েছে। তাই একটা মিলাদ মাহফিল দিলে বারবার এই দুর্ঘটনা কাটতে পারে। তাই পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকনের সার্বিক আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে চার শ’র বেশি লোক অংশ নেয়।’

সর্বশেষ গত শুক্রবার রাতে যশোর বেনাপোল সড়কের কীর্তিপুর মোড়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব ও তার বন্ধু ফাহিম বিশ্বাস নিহত হন। এর আগে পাশ্ববর্তী ঝাউদিয়া গ্রামের নুরুল ইসলাম দুর্ঘটনায় কবলিত হন। এছাড়া কয়েকটি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version