বিবি প্রতিবেদক
একটি চুরি মামলার তদন্তে নেমে ৩টি চুরির রহস্য উদঘাটন করেছে যশোর ডিবি পুলিশ। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার ও চোরাই আলামত উদ্ধার করা হয়েছে।
শহরতলরি খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাড়িতে চুরির ঘটনায় আটক রবিউল ইসলাম রবি ও রিজভী আহম্মেদ রাফিনের স্বীকারোক্তি মতে চোর চক্রের আরেক সদস্য হাসিবুর রহমান কবিরকে গ্রেফতার করে ডিবি।
পরে তাদের স্বীকারোক্তি মতে খোলাডাঙ্গার এনামুল কবীর বাবু, তালবাড়ীয়ার সোহরাব হোসেন ও ওই বাড়ির ভাড়াটিয়া মোজাম্মেল হকে বসতবাড়ীর ঙ্গ চুরির ঘটনার রহস্য উদঘাটন করে যশোর ডিবি পুলিশ।
এ সময় পুলিম মহিবুর রহমানের বাড়ির চুরি যাওয়া একটি মোবাইল ফোন, একটি টিভি, এনামুল কবিরের বাসা থেকে নেয়া একটি ডিসকভার মোটরসাইকেল, মোজাম্মেল হকের বাসা থেকে নেয়া একটি হিরো ইগনিটোর মোটরসাইকেল, ডিজিটাল নাম্বার প্লেট, ইলেক্ট্রনিক চুলা, দুটি হেলমেট উদ্ধার করে।
এছাড়া এসব চুরির সাথে জড়িত অপর আটকরা হলো- চাঁচড়া রায়পাড়া বিল্লাল মসজিদের পাশের রবিউল ইসলাম @ রবি (২৭), নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদহ এলাকার রিজভী আহম্মেদ @ রাফীন (২৪), চাঁচড়া মন্ডলগাতী এলাকার হাসিবুর রহমান কবির (২১)।
উল্লেখ্য, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে চোর চক্র যশোর শহর ও আশপাশ এলাকায় একাধিক বাড়িতে তালা ভেঙ্গে ভিতরে চুরি চুরি সংঘটিত করে।
শিরোনাম:
- চারুতীর্থের তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন
- যশোর সদরে এলডিপি’র প্রার্থী খালেকুজ্জামান রিপন
- ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাথে আলী আসগার লবীর মতবিনিময়
- শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিল
- ঝিকরগাছা মহিলা কলেজে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা
- আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
- সংকীর্ণ সড়কে অনিয়ন্ত্রিত যান : নড়াইল-যশোর রুটে বাড়ছে মৃত্যুর মিছিল
- আগামীকাল শুরু হচ্ছে ভবদহ অঞ্চলের পাঁচ নদী পুনঃখনন কাজ, জলাবদ্ধতা অবসানের সম্ভাবনা
