বিবি প্রতিবেদক
একটি চুরি মামলার তদন্তে নেমে ৩টি চুরির রহস্য উদঘাটন করেছে যশোর ডিবি পুলিশ। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার ও চোরাই আলামত উদ্ধার করা হয়েছে।
শহরতলরি খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাড়িতে চুরির ঘটনায় আটক রবিউল ইসলাম রবি ও রিজভী আহম্মেদ রাফিনের স্বীকারোক্তি মতে চোর চক্রের আরেক সদস্য হাসিবুর রহমান কবিরকে গ্রেফতার করে ডিবি।
পরে তাদের স্বীকারোক্তি মতে খোলাডাঙ্গার এনামুল কবীর বাবু, তালবাড়ীয়ার সোহরাব হোসেন ও ওই বাড়ির ভাড়াটিয়া মোজাম্মেল হকে বসতবাড়ীর ঙ্গ চুরির ঘটনার রহস্য উদঘাটন করে যশোর ডিবি পুলিশ।
এ সময় পুলিম মহিবুর রহমানের বাড়ির চুরি যাওয়া একটি মোবাইল ফোন, একটি টিভি, এনামুল কবিরের বাসা থেকে নেয়া একটি ডিসকভার মোটরসাইকেল, মোজাম্মেল হকের বাসা থেকে নেয়া একটি হিরো ইগনিটোর মোটরসাইকেল, ডিজিটাল নাম্বার প্লেট, ইলেক্ট্রনিক চুলা, দুটি হেলমেট উদ্ধার করে।
এছাড়া এসব চুরির সাথে জড়িত অপর আটকরা হলো- চাঁচড়া রায়পাড়া বিল্লাল মসজিদের পাশের রবিউল ইসলাম @ রবি (২৭), নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদহ এলাকার রিজভী আহম্মেদ @ রাফীন (২৪), চাঁচড়া মন্ডলগাতী এলাকার হাসিবুর রহমান কবির (২১)।
উল্লেখ্য, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে চোর চক্র যশোর শহর ও আশপাশ এলাকায় একাধিক বাড়িতে তালা ভেঙ্গে ভিতরে চুরি চুরি সংঘটিত করে।
শিরোনাম:
- যশোরে যাত্রা শুরু মডার্ন অনলাইন সুপার শপের
- যশোরে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বাড়িঘরে হামলা-লুটের অভিযোগ
- যশোরে বিএনপি নেতার উপর বোমা হামলা
- মাগুরায় নানা আয়োজনে বর্ষবরণ
- সাতক্ষীরায় নানা আয়োজনে বৈশাখি উৎসব পালন
- কালিগঞ্জে যুবদল নেতার উপর হামলা : শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল
- যশোরে নেচে গেয়ে নববর্ষকে বরণ
- মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু