বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদের সাথে মতবিনিময় করে ব্যবসায়ীদের দাবি ও সমস্যাগুলো তুলে ধরেছেন যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে শহরের হোটেল ওরিয়নে এই মতবিনিময় সভা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাস্টম এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, পরিচালক গোলাম রেজা দুলু, শ্যামল দাস, কাসেদুজ্জামান সেলিম, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম প্রমুখ।
সভায় যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলেন, সরকার যে রাজস্ব আহরণ করে তার সিংহভাগই দেয় ব্যবসায়ীরা। অথচ ব্যবসায়ীদের সঠিকভঅবে মূল্যায়ন করা হয়না। আমরা চাই ব্যবসায়ী ও কাস্টমের মধ্যে সেতুবন্ধন তৈরি হোক। সৌহাদ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা ভ্যাট দিতে চাই। কাস্টম যেন অযথা ব্যবসায়ীদেরকে হয়রানি না করে।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জানান, ব্যবসায়ীদের কোন রকম হয়রানি করা হবেনা। আমরাও চাই আপনাদের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখতে। আমরা ব্যবসায়ীদের সেই সম্মানের জায়গায় নিয়ে যেতে চাই।
