মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখাতে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদারের পিতা বিহারীলাল শিকদারের ১৮ তম ও মাতা সরশ্বতী শিকাদরের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী গতকাল দুপুর ২টায় বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সংকর বিশ্বাস। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আইসিটি শিক্ষক প্রভাত রায়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, শালিখা উপজেলা নির্বহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, মহম্মাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান, মহম্মাদপুর থানা অফিসার ইনচার্জ বুরহানুল ইসলাম, শালিখা থানা অফিসার ইনচার্জ নাসিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান শিকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ মাগুরা জেলা শাখা সাধারণ সম্পাদক রাজেস চন্দ্র গোপাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. সামছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, জেলা যুবলীগ আহবায়ক আলী আহাম্মেদ আহাদ, মহম্মাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কবিরুজ্জামান কবির, বিনোদপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, নহাটা ইউনিয়ন চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাফ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছাসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- ইউনূস-মোদীর প্রথম বৈঠক
- ‘যশোর গণহত্যা’ শহিদদের স্মরণে নানা কর্মসূচি
- শখের মোটরসাইকেলে প্রাণ গেল বাবা-মেয়ের
- ফ্যাসিস্টরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত
- আজও একশ্রেণীর মানুষ দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি করে যাচ্ছে
- যশোর হার্ট ফাউণ্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়
- যশোরে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ
- শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২