বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের ক্যাম্পাসে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন বিবর্তন, উদীচী ও উচ্চারণ কার্যালয় থেকে চারটি ফ্যান, দুটি হারমোনিয়াম ও দুটি ঢোল চুরি হয়েছে। রোববার সকালে চুরির বিষয়টি জানাজানি হলে তোলপাড় হয়।

জানা গেছে, কলেজ শাখার সাংস্কৃতিক সংগঠন বিবর্তন, উদীচী, উচ্চারণের কার্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ থাকায় কার্যালয়গুলোর নিয়মিত দেখভাল করা সম্ভব হয়নি। এই সুযোগেই চোরেরা হানা দেয় বলে ধারণা করা হচ্ছে।

বিবর্তন যশোরের সহ-সভাপতি এইচ আর তুহিন জানান, সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ থাকার কারণে চুরির সঠিক সময় বলা সম্ভব হচ্ছে না। রোববার সকালে বিষয়টি আমাদের নজরে আসে এবং আমরা তাৎক্ষণিকভাবে কলেজের অধ্যক্ষকে জানাই। ঘটনার পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম শফিকুল ইসলাম বলেন, কার্যালয়ের প্রাচীর ভাঙা দেখা গেছে। বিষয়টি জানার পর আমি কোতোয়ালি মডেল থানাকে অবহিত করেছি। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে তিন নৈশপ্রহরীকে শোকজ করা হয়েছে।

Share.
Exit mobile version